এখনকার সময়ে প্রায় সবার পকেটেই একটি স্মার্টফোন থাকে। স্মার্টফোন ব্যবহার করতে আমরা অনেকেই বিভিন্ন কাজের জন্য বিভিন্ন অ্যাপ ব্যবহার করে থাকি। ব্যবহারকারীদের জন্য Play Store বা AppStore এ বিনামূল্যে রয়েছে প্রচুর অ্যাপ, বেশির ভাগ অ্যাপ বিনামূল্যে থাকার কারনে ব্যবহারকারীরা কাজে অকাজে অনেক ধরনের অ্যাপ তাদের ফোনে ইনষ্টল করে রাখেন। এসব অ্যাপ ফোনে থাকার কারনে ফোনের অনেক ক্ষতি হয়, যা আমরা বুজতে পারিনা। কারন Store এ লুকিয়ে আছে এমন কিছু ক্ষতিকারক অ্যাপ যা গুগলের নানা প্রচেষ্টা সত্ত্বেও এসব অ্যাপ বিভিন্নভাবে গুগল প্লে স্টোরে ও অ্যাপ ষ্টোরে জায়গা করে নেয়। 

সম্প্রতি একটি নিরাপত্তা সংস্থা জানায়, অফিসিয়াল Goggle Play Store এ বেশ কয়েকটি ক্ষতিকারক App আছে, যার মধ্যে বেশ কয়েকটি App মোবাইল ব্যাংকিংয়ের ভাইরাস হিসেবে লুকিয়ে আছে। এসব অ্যাপ ফোনের পাশাপাশি ব্যবহারকারীর নিজস্ব তথ্য বেদখল হওয়ার ক্ষেত্রে সক্রিয় থাকে।

আরো পড়ুনঃ

অ্যান্টিভাইরাস তৈরি প্রতিষ্ঠান সিমেন্টেক ও চেক পয়েন্টের মতো নিরাপত্তা সংস্থার গবেষকরা স্মার্টফোন ব্যবহারকারীদের গুগল প্লে-স্টোরে লুকানো ম্যালওয়্যার সম্পর্কে সতর্ক করে দিয়েছেন। তাদের মতে, এ ধরনের অ্যাপ্লিকেশনগুলো সাধারণত ডিভাইস বুস্টার, ক্লিনার্স, ব্যাটারি ম্যানেজারস, এমনকি হরোস্কোপ-থিমযুক্ত অ্যাপ্লিকেশনের মধ্যে লুকিয়ে থাকে। এছাড়াও গেম, এডুকেশন বা ক্রিপ্টোকারেন্সি অ্যাপ্লিকেশনের মধ্যেও এসব ক্ষতিকারক অ্যাপ থাকতে পারে। এসব অ্যাপের মধ্যে কিছু অ্যাপ্লিকেশন আছে যা ব্যবহারকারীকে বাধ্য করে তাদের অ্যাপ ইনস্টল করার জন্য। এছাড়াও এমন কিছু অ্যাপ আছে যা দেখতে উপকারী মনে হলেও এসব অ্যাপ লুকিয়ে লুকিয়ে স্মার্টফোনকে ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে।

তাই আজ আপনাদের এরকম কিছু অ্যাপ সম্পর্কে পরিচয় করিয়ে দেব। এই ধরনের অ্যাপ আপনার ফোনে থাকলে এখনই ডিলিট করে নিনঃ

১. ফ্রী কল অ্যান্ড মেসেজ- Free Call and Massage:

ইন্টারনেট ব্যবহার করে ফ্রীতে বিভিন্ন দেশে ফোন ও মেসেজ করার জন্য Play Store এ বিভিন্ন অ্যাপস পাওয়া যায়। অনেকেই এগুলো ব্যবহার করেন। কিন্তু আপনি কি জানেন এগুলো স্মার্টফোনের গতি কমিয়ে দেয় এবং ব্যাটারিকে ধীরে ধীরে ক্ষতি করে।

২. অ্যাপলক অ্যান্ড প্রাইভেসি প্রটেক্টর- Applock and Privacy Protector:

অনেকে তাদের ফোনের প্রাইভেসি বাড়ানোর জন্য এসব অ্যাপ্লিকেশন ব্যবহার করেন। কিন্তু এগুলো স্মার্টফোনের র‍্যামের জন্য অনেক সময় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।

৩. কালারিং বুকস ফর কিডস- Colouring Books For Kids:

স্মার্টফোনের কল্যাণে আজকাল শিশুরা ফোনেই রঙ করা শিখতে পারছে। তবে এসব অ্যাপ ইনস্টল করলে স্মার্টফোনের ব্যাটারির অনেক ক্ষতি হয়।

৪. মাস্টার ক্লিনার- Master Cleaner:

অনেকেই স্মার্টফোনের গতি বাড়ানোর জন্য বিভিন্ন মাষ্টার ক্লিনার অ্যাপ ব্যবহার করে থাকেন। এসব অ্যাপ স্মার্টফোনের জন্য ক্ষতির কারণ হতে পারে। তাই এসব অ্যাপলিকেশন ফোনে না রাখাই ভালো।

৫. পারসোনাল হরোস্কোপ Personal Horoscope:

প্রতিদিন হরোস্কোপ দেখার জন্য অনেকে অ্যাপটি ব্যবহার করেন। কিন্তু এটি স্মার্টফোনের গতি অনেকটাই কমিয়ে দেয়। তাই এসব অ্যাপ ব্যবহার করা থেকে বিরত থাকাই ভালো।